News71.com
 Technology
 22 Jun 16, 01:42 PM
 923           
 0
 22 Jun 16, 01:42 PM

কেন পানিরোধী প্রযুক্তিতে অনাগ্রহী শাওমি?

কেন পানিরোধী প্রযুক্তিতে অনাগ্রহী শাওমি?

প্রযুক্তি ডেস্ক: সব স্মার্টফোন ব্যবহারকারীই চান, নিজের প্রিয় ডিভাইস পানি প্রতিরোধক হোক। কিন্তু অধিকাংশ স্মার্টফোনেই পানিরোধী প্রযুক্তি থাকে না। কেন? কারণ বলেছে,শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন। শাওমির মতে, পানিরোধী স্মার্টফোন বাজারে আনার একাধিক সমস্যা রয়েছে।

১.কোনও কারণে ফোনে যদি আঘাত লাগে, তাহলে ফোনের পানি প্রতিরোধক ক্ষমতা কমে যায়।

২.একটি ফোনে পানিরোধী সুবিধা যুক্ত করতে গেলে ফোনটির দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়।

শাওমির ফোনে কেন পানিরোধী প্রযুক্তি নেই, এমন একটি প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ মডেল দুটিতে পানিরোধী প্রযুক্তি রয়েছে। কিন্তু ডিভাইস দুটির দাম সাধারণের নাগালের বাইরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন