News71.com
 Technology
 22 Feb 21, 08:25 PM
 600           
 0
 22 Feb 21, 08:25 PM

কোরিয়ান ইপিজেড এখন বেসরকারি হাইটেক পার্ক॥

কোরিয়ান ইপিজেড এখন বেসরকারি হাইটেক পার্ক॥

 

প্রযুক্তি ডেস্কঃ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনকে (কেইপিজেড) বেসরকারি হাইটেক পার্ক হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) এ লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেড এবং কেইপিজেড এর মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়। চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সমঝোতা স্মারকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টিনা জেবিন এবং কোরিয়ান ইপিজেড এর পক্ষে এর চেয়ারম্যান ও সিইও মি. কিহাক সই করেন। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জেন কিউন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন