News71.com
 Technology
 24 Jun 16, 01:14 PM
 886           
 0
 24 Jun 16, 01:14 PM

সবার জন্য লাইভ স্ট্রিমিং সেবা আসছে ইউটিউবে

সবার জন্য লাইভ স্ট্রিমিং সেবা আসছে ইউটিউবে

প্রযুক্তি ডেস্ক: এবার খুব তাড়াতাড়ি ইউটিউবের মোবাইল অ্যাপ থেকে লাইভ স্ট্রিম বা সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে এই সেবা পাবেন কিছু নির্বাচিত ব্যবহারকারী। আর তার কিছুদিন পরেই সেবাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

ভেঞ্চারবিট এক প্রতিবেদনে বলেছেন, ইউটিউবের মোবাইল অ্যাপে ৩৬০-ডিগ্রি ভিডিও ও ভার্চুয়াল রিয়ালিটিসহ সরাসরি ভিডিও সম্প্রচার করার সক্ষমতা যোগ করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।

অনেক আগেই ইউটিউবে লাইভ স্ট্রিমিং সেবা যোগ করা হয়। তবে তা সাধারণ ব্যবহারকারীর জন্য না। সেবাটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলগুলোর জন্যই সীমাবদ্ধ ছিলো। কিন্তু সম্প্রতি সকল ব্যবহারকারীর জন্য ফেসবুকে যোগ করা হয়েছে লাইভ ভিডিও অপশন। একই ধরনের সেবা সকল ব্যবহারকারীর জন্য যোগ হয়েছে টুইটারেও। আর এই কারণে এবার সকল ব্যবহারকারীর জন্য লাইভ স্ট্রিমিং সেবা চালু করতে যাচ্ছে গুগল অধিকৃত জনপ্রিয় ভিডিও দেখার সাইটটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন