প্রযুক্তি ডেস্কঃ দিনে হোয়াটসঅ্যাপ থেকে প্রায় ১০ কোটি কল করেন এর ব্যবহারকারীরা। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এই দাবি জানিয়েছে ফেসবুক অধিকৃত অ্যাপটি। গত বছর ভয়েস কলিং সেবা যোগ করে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শুরুতে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিং সেবা চালু করা হলেও পরে তা আইওএস, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোনের জন্য উন্মুক্ত করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হোয়াটঅ্যাপ কর্তৃপক্ষ দাবি জানায়, বিশ্বের নানা প্রান্ত থেকে এক বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। বিনামূল্যে ভয়েস কলের সেবা যোগ করার পর এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি করেন, বর্তমানে দিনে ১০ কোটির বেশি ভয়েস কল করা হয় হোয়াটসঅ্যাপে, যেখানে সেকেন্ডে করা হয় এক হাজার ১০০ বেশি কল।