News71.com
 Technology
 25 Jun 16, 09:38 AM
 923           
 0
 25 Jun 16, 09:38 AM

এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে পাওয়া যাবে ট্রেনের টিকিট ।।

এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে পাওয়া যাবে ট্রেনের টিকিট ।।

নিউজ ডেস্কঃ মোবাইল অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটার সুযোগ পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা। ট্রেন টিকিট অ্যান্ড শিডিউল ইন বিডি’ নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস। রেলওয়ে সূত্র বলছে, অ্যাপ ব্যবহার করে কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হয় ।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটিতে এসএমএসে ও ওয়েবসাইটে টিকিট কেনার পুরো প্রক্রিয়ার বর্ণনা রয়েছে এবং অ্যাপ থেকেই টিকিট কাটার সুবিধাও আছে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করলে সুবিধা পাওয়া যায়। এতে আরো বলা হয়েছে, অ্যাপটিতে রেলের সময়সূচি, অনলাইনে ও এসএমএসে টিকিট কাটার সুবিধা, টিকিটের মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে । অ্যাপটি ডাউনলোডের লিংক https://play.google.com/store/apps/details?id=com.sattartechtunesbd07.trainticketbangladesh

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন