News71.com
 Technology
 03 May 21, 11:10 AM
 615           
 0
 03 May 21, 11:10 AM

প্রথমবারের মতো পৃথিবীতে রাতে অবতরণ মহাকাশযানের।।

প্রথমবারের মতো পৃথিবীতে রাতে অবতরণ মহাকাশযানের।।

প্রযুক্তি ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসা ও জাপান স্পেস এজেন্সির চার মহাকাশচারীকে নিয়ে একটি মহাকাশযান গতকাল রাতে পৃথিবীতে অবতরণ করেছে। এই প্রথম পৃথিবীতে অবতরণ করলো কোনো মহাকাশযান। এই ঘটনা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ অভিযানের ৫৩ বছরের ইতিহাসে প্রথম। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হলো পৃথিবীতে। নাসার যে তিন মহাকাশচারীকে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের নাম ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার। এঁদের সঙ্গে রয়েছেন জাপান স্পেস এজেন্সির (জাক্সা) মহাকাশচারী সইচি নোগুচিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন