News71.com
 Technology
 15 May 21, 07:48 PM
 673           
 0
 15 May 21, 07:48 PM

মঙ্গল গ্রহে চীনের মহাকাশযানের সফল অবতরণ।।

মঙ্গল গ্রহে চীনের মহাকাশযানের সফল অবতরণ।।

 

প্রযুক্তি ডেস্কঃ মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়েছে চীন। শনিবার সকালে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ঝুরং নামের ছয় চাকার রোবটটি একটি সুরক্ষা ক্যাপসুল, যা একটি প্যারাসুট ও একটি রকেট প্ল্যাটফর্ম ব্যবহার করে সফলভাবে মঙ্গলের বুকে অবতরণ করেছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে লাল গ্রহটির বুকে অবতরণ করে ঝুরং। এটি মঙ্গলের উত্তর গোলার্ধে অনুসন্ধান চালাবে। চীনের জন্য এ অর্জন প্রশংসনীয়।এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্র মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে। এদিকে মিশন দলের অসামান্য অর্জনকে অভিনন্দন জানিয়েছেন চীনা রাষ্ট্রপতি শি জিন পিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন