প্রযুক্তি ডেস্ক: দেশের বাজারে ম্যাঙ্গো ব্র্যান্ডের মোবাইল ফোন আনছে ম্যাঙ্গো ডিজিটাল লিমিটেড। দেশের বাজারে সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ও ফিচার ফোন উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। আগামী মাস নাগাদ আনুষ্ঠানিকভাবে ম্যাঙ্গো ব্র্যান্ডের কয়েকটি মডেলের ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
ম্যাঙ্গো কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাঙ্গো মোবাইলের দাম থাকবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে। বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে দেশে ২৫টি গ্রাহক সেবাকেন্দ্র থাকবে।
ম্যাঙ্গো ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী মো. ওহাব খান বলেন, ‘দেশের গ্রাহকদের ভালো মানের হ্যান্ডসেটের অভিজ্ঞতা দিতেই ম্যাঙ্গো মোবাইল যাত্রা শুরু করছে। দেশের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী সার্ক দেশগুলোতেও আমরা ম্যাঙ্গো মোবাইল রপ্তানি করব।’