News71.com
 Technology
 24 Jul 22, 09:08 PM
 1018           
 0
 24 Jul 22, 09:08 PM

বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি দেশ।।পলক

বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি দেশ।।পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ এখন আর শ্রমঘন অর্থনীতির দেশ নয়, তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ একটি দেশ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং ডিজিটাল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ হবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, বলেন পলক।

রোববার (২৪ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আইটি-হাই-টেক পার্ক এবং সিনেপ্লেক্স ও ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় শেরকোল এলাকায় ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে সিংড়া আইটি-হাই-টেক পার্ক এবং সিনেপ্লেক্স ও ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রী পলক দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন হাই-টেক পার্ক প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, বর্তমানে দেশে তথ্য প্রযুক্তি খাতে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি খাতে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার উপার্জন করছে বাংলাদেশ। কায়িক পরিশ্রমের জন্যে কষ্টকর প্রবাস জীবন নয়, তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে এদেশের তরুণ-তরুণীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে দেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন