News71.com
 Technology
 11 Jul 16, 01:09 PM
 944           
 0
 11 Jul 16, 01:09 PM

কোটিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ম্যালওয়্যারে আক্রান্ত

কোটিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ম্যালওয়্যারে আক্রান্ত

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের ১ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ম্যালওয়্যারে (অপারেটিং সিস্টেম অকেজো করে দেওয়া ক্ষতিকর সফটওয়্যার) আক্রান্ত হয়েছে বলেছেন গবেষকরা। কিন্তু ক্ষতিকর এই ম্যালওয়্যারের শিকার অধিকাংশ স্মার্টফোনই চীনের।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা গবেষকরা বলেছেন, ম্যালওয়্যার নকল ক্লিকের মাধ্যমে বিজ্ঞাপন ছড়িয়ে দেয়। তাছাড়া এটি নতুন অ্যাপ ইনস্টল করতে সক্ষম। শুধু তাই নয়, ক্ষতিকর এই সফটওয়্যার ফোন ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি করে তথ্য পাচার করতেও সক্ষম রয়েছে।

সংশ্লিষ্টরা এই ম্যালওয়্যার তৈরির মাধ্যমে এক মাসে প্রায় ৩ লক্ষ ডলারেরও বেশি আয় করছেন বলেও তাদের অভিমত। এই ক্ষতিকর ম্যালওয়ার প্রতিরোধে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য চলতি মাসে নিরাপত্তা আপডেট করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন