News71.com
 Technology
 07 Sep 22, 10:44 PM
 1838           
 0
 07 Sep 22, 10:44 PM

আজ প্রকাশ পাচ্ছে আইফোন ১৪।।থাকতে পারে বড় চমক

আজ প্রকাশ পাচ্ছে আইফোন ১৪।।থাকতে পারে বড় চমক

প্রযুক্তি ডেক্সঃ মোবাইলফোন জগতের সম্রাট খ্যাত আইফোনের নতুন একটি সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে বুধবার (০৭ সেপ্টেম্বর)। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্টিত হবে অ্যাপেল ইভেন্ট। এতে আইফোন ১৪ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের ফাস্ট লুকও প্রকাশ করা হতে পারে। নেটমাধ্যম ইউটিউব ও অ্যাপল টিভিতে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখা যাবে।
চলতি সেপ্টেম্বর মাসেই বাজারে মিলতে পরে আইফোন ১৪ সিরিজ। তবে অনেক দেশ পেরিয়ে আমাদের হাত পর্যন্ত ফোনটি আসতে কিছুটা সময় লেগে যেতে পারে।

আইফোন ১৪ সিরিজের মধ্যে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স নামে চারটি মডেল আসতে পারে বলে শোনা যাচ্ছে। এবারের সিরিজের প্রো মডেলের ফোন স্টোরেজ শুধু ২৫৬ জিবি হবে এমন গুজব আগেই শোনা যাচ্ছিল। কিন্তু আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন