News71.com
 Technology
 08 Apr 23, 03:03 PM
 314           
 0
 08 Apr 23, 03:03 PM

চ্যাটজিপিটিকে ঠেকাতে নতুন সুবিধা আনছে গুগল।।

চ্যাটজিপিটিকে ঠেকাতে নতুন সুবিধা আনছে গুগল।।

প্রযুক্তি ডেস্কঃ চ্যাটজিপিটি নিয়ে ‘উদ্বিগ্ন’ গুগুল নতুন সুবিধা চালুর কথা ভাবছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট। বর্তমানে এটি আলাদাভাবে ব্যবহার করতে হলেও শিগগিরই গুগল সার্চ ইঞ্জিনে চ্যাটবটটি যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

 

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় উন্নতি হলে গুগলের সক্ষমতা বাড়বে। সার্চ সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তরের ক্ষেত্রে আরও দ্রুত সাড়া দিতে পারবে গুগল। যদিও পিচাই মানতে নারাজ যে গুগলের সার্চ বিজনেসকে চ্যাটবট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটের অর্ধেক আয় হয় এই সার্চ ইঞ্জিন ব্যবসার মাধ্যমেই। সেখানেই নাকি ভাগ বসাচ্ছে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন চ্যাটবট। আর তাতে ক্ষতি হচ্ছে গুগলের। কিন্তু পিচাই বলছেন, এই তথ্য ঠিক নয়। বরং আগের তুলনায়  সুযোগ আরও বেড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন