বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানব সভ্যতাকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বুধবার (১ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) কৌতুক অভিনেতা জো রোগানের পডকাস্টে ইলন মাস্ক বলেন, পরিবেশবাদী আন্দোলনকারীরা এআই ব্যবহার করলে মানুষের অস্তিত্ব বিলুপ্তির দিকে যেতে পারে। তিনি বলেন, কেউ কেউ এআই ব্যবহার করে করে মানব সভ্যতার বিলুপ্তি ঘটিয়ে গ্রহকে রক্ষা করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় প্রসারের ঝুঁকি, নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্রিটেনে অনুষ্ঠিত এআই শীর্ষ সম্মেলমকে সামনে রেখে তিনি এমন মন্তব্য করেছেন। সম্মেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে মাস্কের সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ এই ধরনের সতর্কতাকে অতিরঞ্জিত বলে মনে করেন। মাস্ক বলেছেন, পরিবেশবাদীদের আন্দোলন ‘খুব দূরে চলে গেছে’ এই আশঙ্কা থেকেই তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আপনি যদি ভাবতে শুরু করেন যে মানুষ খারাপ, তাহলে প্রাকৃতিক উপসংহার হলো মানুষের মৃত্যু হওয়া উচিত।’ তিনি আরও বলেন, যদি এআই বিলুপ্তিবাদীদের দিয়ে প্রোগ্রাম করা হয়, তবে এর উপযোগী কার্যকারিতা মানবসভ্যতার বিলুপ্তি হবে, তারা এটাকে খারাপ ভাববে না। কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় প্রসারের ঝুঁকি, নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে লন্ডনে বুধবার থেকে দুই দিনের সম্মেলন শুরু হয়েছে।