News71.com
 Technology
 10 Nov 23, 10:09 PM
 267           
 0
 10 Nov 23, 10:09 PM

মঙ্গলের মাটির বুক চিরে বয়ে যেত পানির ধারা

মঙ্গলের মাটির বুক চিরে বয়ে যেত পানির ধারা

 

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আজ থেকে ৩৫০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ছিল অত্যন্ত পুরু। এখনকার থেকে তাপমাত্রাও ছিল অনেক কম। মাটির বুক চিরে বয়ে যেত পানির ধারা। সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। এমনকি মঙ্গলের উত্তরে ছিল কয়েকশ মিটার গভীর, আস্ত এক মহাসাগর। 

 

বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের প্রকোপে সেই জলের ভান্ডার বিলীন হয়ে যায়। তারই কিছু অংশ বর্তমানে চোখে পড়ে মঙ্গলের মেরু অঞ্চলে। মঙ্গলের মাটির নিচে বরফের আস্তরণ হিসাবে বর্তমানে অবস্থান করছে ওই পানি। অর্থাৎ, মাটির নিচে বরফ অবস্থায় রয়েছে পুরো এক মহাসাগর!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন