News71.com
 Technology
 25 Nov 23, 10:43 PM
 199           
 0
 25 Nov 23, 10:43 PM

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও এডিটিং টুল আনল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও এডিটিং টুল আনল মেটা

 

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দুটি ভিডিও এডিটিং টুল আনল মেটা। এসব এডিটিং টুল ব্যবহার করে তৈরি ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। বৃহস্পতিবার টুল দুটি উন্মোচন করে মেটা। প্রথম টুলটি হলো ইমু ভিডিও। রেফারেন্স ছবি, টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বা একই সঙ্গে দুটি পদ্ধতি ব্যবহার করলে এটি চার সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দেবে।

 

অপর টুলটি হলো ইমু এডিট। এই টুল ব্যবহার করে গ্রাহকরা টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে যে কোনো ভিডিও এডিট বা পরিবর্তন করতে পারবে। টুলগুলো মেটার মূল মডেল ইমুরই সম্প্রসারিত রূপ, যা টেক্সটের মাধ্যমে নির্দেশনা পেয়ে ছবি তৈরি করে দেয়। তবে কবে নাগাদ টুলগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে ছাড়া হবে তা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন