News71.com
 Technology
 17 Feb 16, 09:46 AM
 1329           
 0
 17 Feb 16, 09:46 AM

Huawei নিয়ে এল ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার Y6 Pro স্মার্টফোন

Huawei নিয়ে এল ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার Y6 Pro স্মার্টফোন

নিউজ ডেস্ক : চিনের বিখ্যাত কোম্পানি Huawei বাজারে আনল তাদের নয়া স্মার্টফোন Y6 Pro। কোম্পানির ওয়েবসাইটে ওই ফোন তালিকাভূক্ত করা হয়েছে। তবে এর দাম বা কোথায় পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি। Y6 Pro-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে 4000mAh ব্যাটারি। ডুয়েল সিমের Y6 Pro-তে ৫ ইঞ্চি এইচডি স্ক্রিন রয়েছে, রেজোলিউশন 720×1280 পিক্সেল। এতে রয়েছে 1.3GHz কোয়াডকোর প্রোসেসর, সঙ্গে ২ জিবি র‌্যাম। ইনবিল্ড স্টোরেজ ১৬ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট সম্পর্কেও কিছু জানানো হয়নি। হ্যান্ডসেটে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Y6 Pro-তে রয়েছে 4G, 3G, GPRS/এজ, ওয়াই-ফাই 802.11-এর মতো কানেক্টিভিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন