News71.com
 Bangladesh
 12 Jul 18, 05:46 AM
 237           
 0
 12 Jul 18, 05:46 AM

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুনঃ বিএনপি’র উদ্দেশ্য ওবায়দুল কাদের

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুনঃ বিএনপি’র উদ্দেশ্য ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপিকে আগামী সাধারণ নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা পরীক্ষার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে নারী নেতৃত্বের ওপর এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি। এসময় ‌‘ইসি সচিব আ’লীগ কার্যালয়ে নিয়মিত যান’, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আপনারা বলেছেন ইসির সচিব আওয়ামী লীগের অফিসে যান। আমি চ্যালেঞ্জ করছি, ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে যাননি। এটা তাদের সাজানো এবং বানোয়াট মিথ্যা কথা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা তাদের প্রমাণ করতে হবে। তা না হলে এর জবাব তাদের দিতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে সরকার গণবিচ্ছিন্ন না জনপ্রিয়... আগামী নির্বাচনে অংশ নিয়ে নিজেদের (বিএনপি) জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি আমাদের ভোট না দেয় আমরা ক্ষমতায় আসবো না।

'বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না' এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। অক্টোবরে নির্বাচনের সিডিউল ঘোষণা হবে, দেখা যাবে এ কথার মানে কী? তাকে (খালেদা জিয়া) ছাড়া নির্বাচনে তারা যাবেন কি, যাবেন না; সেটা প্রমাণ হবে।’

আ’লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলাম, তাহলে কী হবে বলুন? বাংলাদেশ রসাতলে যাবে। একদিনেই বাংলাদেশে রক্তের নদী বয়ে যাবে, একদিনেই বাংলাদেশ সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত যাবে, একদিনেই বাংলাদেশে পুরনো হাওয়া ভবন, পুরনো খাওয়া ভবনে রূপান্তর হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন