News71.com
 Bangladesh
 09 Aug 18, 06:04 AM
 279           
 0
 09 Aug 18, 06:04 AM

বিজয় দিবসসহ বছরে তিনবার উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

বিজয় দিবসসহ বছরে তিনবার উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধারা বছরে তিনটি উৎসব ভাতা পাবেন উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ বাংলা নববর্ষের এসব উৎসবে ভাতা দেওয়া হবে তাদের। গতকাল বুধবার বগুড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ এবং একাত্তরে যেসব স্থানে সম্মুখযুদ্ধ হয়েছে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সড়কগুলো নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের নামে নামকরণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

শহরের নিশিন্দারা কারবালা এলাকায় বিটাক-সংলগ্ন নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলার ছয় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর থেকে দেশের সব সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসাসুবিধা পাবেন। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মইনুল হক আনসারী, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন