News71.com
 Bangladesh
 20 Aug 18, 10:37 AM
 291           
 0
 20 Aug 18, 10:37 AM

ভারি বৃষ্টিপাতের কারনে পবিত্র মক্কায় বন্যার আশঙ্কা।।

ভারি বৃষ্টিপাতের কারনে পবিত্র মক্কায় বন্যার আশঙ্কা।।


নিউজ ডেস্কঃ ভারি বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের মক্কা নগরীতে বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সৌদি আবহাওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র এ কথা জানিয়েছে। সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা, মিনা ও আরাফাতে বৈরী আবহাওয়া আজ সোমবার রাতভর বিরাজমান থাকতে পারে। স্থিরচিত্র এবং ভিডিওচিত্রে দেখা গেছে, গতকাল রবিবার রাতে ঝোড়ো আবহাওয়ার কারণে পবিত্র কাবার কিসওয়া (আরবি হরফে খোদিত কাপড়) সরিয়ে নেয়া হচ্ছে। জানা গেছে,মিনায় প্রায় ২০ লাখ হজযাত্রী অবস্থান নিয়েছেন। এর মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে। এদিকে,আজ সোমবার ভোরে আরাফাতের উদ্দেশে রওনা দিয়েছেন হজ যাত্রীরা। কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন