News71.com
 Bangladesh
 16 Jan 22, 06:37 PM
 100           
 0
 16 Jan 22, 06:37 PM

জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ দিলেন রাষ্ট্রপতি॥

জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ দিলেন রাষ্ট্রপতি॥

নিউজ ডেস্কঃ সরকারকে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা আরও জোরদার করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি। রোববার (১৬ জানুয়ারি) ২০২২ সালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। মো. আবদুল হামিদ বলেন, ‘নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিদেশে জনশক্তি রপ্তানির প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী নতুন কারিক্যুলাম প্রস্তুত, বিদ্যমান কারিক্যুলাম যুগোপযোগী করা এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরীক্ষিত দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’

নতুন প্রজন্মকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়ে আবদুল হামিদ বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে হলে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য আমাদের জনমিতির সুবিধা পুরোপুরি ব্যবহার করতে হবে। ঢেলে সাজাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা।’ রাষ্ট্রপতি বলেন, ‘বিদেশে জনশক্তি রপ্তানি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। ২০২১ সালে ছয় লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন