News71.com
 Bangladesh
 30 Apr 16, 11:45 AM
 537           
 0
 30 Apr 16, 11:45 AM

ফেনীতে ৪ প্রার্থীর জরিমানা।।

ফেনীতে ৪ প্রার্থীর জরিমানা।।

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউপির চার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী ও এক সদস্য প্রার্থীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন।

ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ও খুঁটিতে পোস্টার লাগানোর কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোশারফ উদ্দিন নাছিমকে ৬ হাজার টাকা, বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আহাম্মেদ কোরাইশীকে ৬ হাজার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেনকে ৪ হাজার ও ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ফজলুল করিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল করিমের নেতৃত্বে অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেলুল কাদের এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আফরোজা পারভিন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন