News71.com
 Bangladesh
 06 Apr 21, 07:15 PM
 103           
 0
 06 Apr 21, 07:15 PM

খাদ্য গুদামের ব্যবস্থাপককে প্রত্যাহারের দাবিতে খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ॥

খাদ্য গুদামের ব্যবস্থাপককে প্রত্যাহারের দাবিতে খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ খুলনার মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ব্যবস্থাপক মোকলেছ আলামিনকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে মহেশ্বরপাশা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এ সময় ব্যস্ততম সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, খাদ্যশস্য লোড-আনলোডে ট্রাক প্রতি চাঁদাদাবি, অনিয়ম, শ্রমিক বরখাস্ত ও মামলার কারণে ক্ষুব্ধ শ্রমিকরা লকডাউনের মধ্যেও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনে সিএসডি খাদ্য গুদামে মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে। সিএসডি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শাহআলম জানান, ব্যবস্থাপকের বিভিন্ন অনিয়মের তদন্ত প্রতিবেদনের আলোকে ২৮ মার্চ তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু বদলির ওই আদেশ স্থগিত করতে তিনি লবিং শুরু করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন