News71.com
 Bangladesh
 29 Aug 21, 10:56 AM
 114           
 0
 29 Aug 21, 10:56 AM

করোনা ॥বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু

করোনা ॥বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৩২ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন। রোববার (২৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে ২ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ১ জন ও বরগুনায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৮৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪৮ জন নিয়ে ১৭ হাজার ৭৮৭ জন, পটুয়াখালীতে নতুন ২৩ জন নিয়ে ৬ হাজার ১০ জন, ভোলায় নতুন ৩৪ জনসহ ৬ হাজার ৪০৪ জন, পিরোজপুরে নতুন ৭ জনসহ ৫ হাজার ১৪৮ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ৩ হাজার ৭১১ জন ও ঝালকাঠিতে নতুন ৭ জন নিয়ে ৪ হাজার ৫২৫ জন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন