নিউজ ডেস্ক : কোন মাসে জন্ম আপনার? আপনার জন্মমাসই বলে দেবে আপনি কেমন ব্যক্তি। সংক্ষিপ্ত আকারে জন্মমাস ওয়ারি কে কেমন ব্যক্তি তা তুলে ধরা হল। জেনেনিন আপনার সক্ষমতা, সম্ভবনা ও ভবিষ্যত ।
জানুয়ারি- এঁরা সাধারণত একগুঁয়ে ও দৃঢ়চেতা হয়ে থাকেন।
ফেব্রুয়ারি- এঁরা শৈল্পিক ও বুদ্ধিমান। ক্রিয়েটিভ ও চ্যালেঞ্জিং জিনিসে এঁদের ঝোঁক বেশি।
মার্চ- বিশ্বস্ত মার্চ! আপনার বন্ধুর জন্মদিন যদি মার্চে হয়, তাহলে নিশ্চিন্ত থাকুন। এঁরা লাজুক, বিশ্বস্ত। কোনও গোপন কথা কখনও এঁরা ফাঁস করবেন না।
এপ্রিল- এঁরা শারীরিকভাবে খুবই সক্ষম। যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
মে- স্বপ্ন দেখতে এঁরা খুবই ভালোবাসেন। এঁদের জীবনের কী লক্ষ্য, তা বোধহয় এঁরা নিজেরাও জানেন না।
জুন- একটু গোঁড়া ও রক্ষণশীল। কিন্তু স্বভাবে নম্র-ভদ্র।
জুলাই- পারফেক্ট পার্টিম্যান। এঁরা থাকলে পার্টি-আড্ডা জমবেই জমবে।
অগাস্ট- নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এঁদের জন্মগত। মারাত্মক কৌতুকবোধও থাকে।
সেপ্টেম্বর- জীবনের সবক্ষেত্রে নিখুঁত হওয়াই এঁদের লক্ষ্য। সেরা হতে এঁরা নিজের ক্ষমতার সবটুকু দিয়ে দিতে পিছপা হন না।
অক্টোবর- গল্পবাগীশ, মজাকিয়া। সহজেই অন্যের মন জিতে নেন।
নভেম্বর- কোনও কিছুতেই হার না স্বীকার করা এঁদের মজ্জাগত। একগুঁয়েও কিছুটা। তবে এঁরা স্বপ্ন দেখেন আর নিজেরাই নিজেদের উদ্বুদ্ধ করেন।
ডিসেম্বর- অন্যদের থেকে চিন্তায়-ভাবনায় কিছুটা হটকে এঁরা। নিজেদের সাফল্য ও ভাবনা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ও গর্বিত।