News71.com
 Lifestyle
 08 Sep 22, 09:40 AM
 1052           
 0
 08 Sep 22, 09:40 AM

থাইল্যান্ড সফরে বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা নুসরাতের

থাইল্যান্ড সফরে বেঙ্গল টাইগারের সঙ্গে দেখা নুসরাতের

নিউজ ডেস্কঃএই মুহূর্তে যশ দাশগুপ্তকে নিয়ে থাইল্যান্ডে আছেন নুসরাত জাহান। দীর্ঘদিন ধরেই যশের সঙ্গে এক ছাদের নিচে আছেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। তাঁদের একটা ছেলেও আছে। তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তাঁরা। অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত বলেন, বিয়ে করার চেয়ে তাঁর হাতে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যেমন ঘুরে বেড়ানো। অনেকে বলবেন, সেটা তো বিয়ে করেও করা যায়, তবে নুসরাত আগে সব কাজ সারবেন। তারপর যদি মনে হয়, বিয়ে করবেন। ছুটির মেজাজে থাইল্যান্ড থেকে ভক্তদের সঙ্গে একের পর এক ছবি ভাগ করে নিচ্ছেন। সেসব ছবিতে নুসরাতের ফ্যাশন যেন বলিউড তারকাদেরও টেক্কা দেয়। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।

 
ফুলেল নৌকা ভাড়া করে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত জাহান। পরনে বিকিনি আর স্লিট মিনি স্কার্ট

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন