নিউজ ডেস্ক : হেলিকপ্টার পরিষেবার প্রচারের জন্যে এবার থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজিম কর্পোরেশন (আইআরসিটিসি) থেকেও টিকিট কাটা যাবে। মূলত হেলিকপ্টার পরিষেবার প্রচারের জন্যেই আইআরসিটিসি এবং পবন হংস একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে, যার মাধ্যমেই এবার থেকে আইআরসিটিসি থেকেও বুক করা যাবে হেলিকপ্টার পরিষেবার টিকিট।যে দ্বিপাক্ষিক চুক্তিটি এই দুই সংস্থার মধ্যে স্বাক্ষরিত হয়েছে, তার মূল বক্তব্যই হল, এই দুই সংস্থা একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করবে। দেশে হেলিকপ্টারকে পর্যটন ব্যবসার অবিচ্ছেদ অঙ্গ করার জন্যেই এই পদক্ষেপ। এখন থেকে চাটার্ড ও সাধারণ হেলিকপ্টার দুটোরই অনলাইন টিকিট আইআরসিটিসি থেকে পাওয়া যাবে। আইআরসিটিসির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এ.কে মানোচা সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, হেলিকপ্টারকে পর্যটন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলতেই এই পদক্ষেপ।