News71.com
 Lifestyle
 13 Jan 16, 09:48 AM
 1693           
 0
 13 Jan 16, 09:48 AM

পি এস সি ৩৫ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত

পি এস সি ৩৫ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত
নিউজ ডেস্ক: অবশেষে প্রকাশিত হল বহুল আলোচিত ও প্রত্যাশিতে পি এস ষির ৩৫তম বি সি এসের লিখিত পরীক্ষার ফলাফল। পাবলিক সার্ভিস কমিশনের ব্যবসহাপনায় বি সি এসে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকুরীপ্রার্থী যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৮৮ জন চাকরি প্রত্যাশী পয়ত্রিশতম বি সি এসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । এবার তারা মৌখিক পরীক্ষায় মুখোমুখী হবেন। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩টি পদে এই বি সি এসের মাধ্যমে নিয়োগ দেয়ার কথা রয়েছে।গণমাধ্যমকে সরকারি কর্ম কমিশনের (পি এস সি) জনসনযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম জানান, লিখিত পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন