News71.com
 Lifestyle
 27 Dec 18, 08:44 AM
 1158           
 0
 27 Dec 18, 08:44 AM

সুগন্ধ শুঁকলেই বাড়বে স্মৃতিশক্তি।।গবেষণা

সুগন্ধ শুঁকলেই বাড়বে স্মৃতিশক্তি।।গবেষণা

লাইফস্টাইল ডেস্কঃ বয়সের কারণে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সুগন্ধ শুঁকেই স্মৃতিশক্তিজনিত সেই সমস্যার সমাধান সম্ভব। ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের গবেষণা কেন্দ্রীভূত ছিল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্ব সংক্রান্ত স্মৃতির বিষয়ে। গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, রোজমেরি আর ল্যাভেন্ডারের তেলের ঘ্রাণে বেড়ে যায় বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি। ৬৫ বছরের বেশি বয়সি ১৫০ জন মানুষের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল লাভ করেছেন তারা। তবে স্মৃতির ওপর এই জাতীয় সুগন্ধের প্রভাব কতটা স্থায়ী হবে সেই বিষয়ে এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন