News71.com
 Lifestyle
 28 Apr 19, 08:20 AM
 946           
 0
 28 Apr 19, 08:20 AM

গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা কমাবেন যেভাবে

গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা কমাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: শীত, গ্রীষ্ম, বর্ষা তৈলাক্ত ত্বকে সমস্যা সারা বছরই থাকে। তবে গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা আরো কয়েকগুণ বেড়ে যায়। সারাক্ষণ তেল চিটচিটে ত্বকে ধুলোবালি জমে ব্রণ ও র্যা শের সমস্যা বেড়ে যায়। এছাড়াও তৈলাক্ত ত্বকে কালচে ছোপ পড়ে যাওয়া তো একটা সাধারণ সমস্যা। ত্বক যত তৈলাক্ত হবে, ততই বাড়বে তার কালচে ভাব।অনেকেই দিনের মধ্যে অন্তত তিন-চারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন। কিন্তু তাতেও সমস্যা থেকেই যায়। তবে তৈলাক্ত ত্বকের এই সমস্যা থেকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পাওয়া সম্ভব।

যা লাগবে
প্রথমে কলা ভাল করে চটকে নিন। এরপর মধু আর লেবুর রস ভাল করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করুন।
১টি পাকা কলা,২ চামচ লেবুর রস আর ১ চামচ মধু দিয়ে তৈরি এই পেস্ট হাতে, মুখে ও গলার ত্বকে ভাল করে মেখে ১৫ মিনিট রেখে দিন।মিনিট পনেরো পর মুখ ভাল করে ধুয়ে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন। তবে জোরে চাপ দিয়ে বা ঘষে ঘষে মুখ মুছবেন না। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভাল ফল পাওয়া যাবে।

উপকার
এটি ত্বকের উজ্জ্বলতা আর কমলতা বৃদ্ধি করে। লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সাহায্য করে। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণ ও র্যারশের সমস্যা দূর করে ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন