News71.com
 Lifestyle
 15 Jun 19, 09:46 PM
 847           
 0
 15 Jun 19, 09:46 PM

টুথপেস্ট দিয়ে ভিন্ন যে কাজগুলো করতে পারেন ।।

টুথপেস্ট দিয়ে ভিন্ন যে কাজগুলো করতে পারেন ।।

লাইফস্টাইল ডেস্কঃ টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পাশাপাশি আরও কিছু দরকারি কাজ করা যায়। এগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। দেখে নিন কিভাবে এই কাজগুলো করবেন-

  রান্না করতে গিয়ে হাত পুড়ে যেতে পারে। এই পোড়া জায়গায় টুথপেস্ট ব্যবহার করুন। আরাম পাবেন। তবে বেশি পুড়লে টুথপেস্টে কাজ হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে।

  রান্নাঘরের কাজে হাত, নখে দাগ পড়ে যায়, এ ক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষে নিন। দেখবেন নখের হলদেটে ভাব কেটে যাবে।

  আপনার পছন্দের কাপড়ে দাগ লাগতে পারে। এক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করে সেটা পরিষ্কার করে নিন।

  মুখে ব্রণ হলে, ব্রণ আক্রান্ত অংশে রাতে শোবার আগে টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন, ব্রণর আকৃতি অনেকটাই ছোট হয়ে গিয়েছে।

  পুরনো রুপার গয়নায় কালচে ছোপ পড়ে গেলে সেই কালচে ছোপ দূর করে গয়নার চাকচিক্য ফিরিয়ে আনতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন