News71.com
 Lifestyle
 06 Oct 19, 04:00 PM
 992           
 0
 06 Oct 19, 04:00 PM

ওয়ান টাইম গ্লাস-প্লেট ব্যবহারে হতে পারে ক্যান্সার ।।

ওয়ান টাইম গ্লাস-প্লেট ব্যবহারে হতে পারে ক্যান্সার ।।

নিউজ ডেস্কঃ প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস-প্লেট ব্যবহারেও হতে পারে ক্যান্সার। এর মাধ্যমে শরীরের ক্ষতিকর রাসায়নিক প্রবেশ করে কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা। ওয়ান টাইম জিনিস পত্র তৈরি করতে ব্যবহ্রত হয় নানা রকমের পরিত্যক্ত প্ল্যাস্টিক থেকে এতে হাসপাতাল এর ব্যবহ্রত প্ল্যাস্টিক ও থাকে যেগুলো রাজধানীর ডাস্টবিন থেকে সংগ্রহ করা হয়। আর এসব ওয়ান টাইম গ্লাস-প্লেট তৈরিতে বিষ্ফেনল-এ মেশানো থাকে তা শরিরের হরমোন এ বিরাট ক্ষতিকর প্রভাব ফেলে বলে আর এতে হার্ড, লিভার আর কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়া এসব প্লাস্টিক গরমের সংস্পর্শে এসে আরো বেশি খারাব প্রভাব শরীরে ফেলে। তাই এসব ওয়ান-টাইম জিনিস ব্যবহার থেকে চিকিৎসকগন বিরত থাকতে বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন