News71.com
 Lifestyle
 04 Jun 16, 12:55 PM
 1162           
 0
 04 Jun 16, 12:55 PM

গ্রীষ্মে শাড়িই নারীদের একমাত্র আরামদায়ক পোশাক!

গ্রীষ্মে শাড়িই নারীদের একমাত্র আরামদায়ক পোশাক!

নিউজ ডেস্ক: এই গ্রীষ্মে নারীর জন্যে সবচেয়ে আরামদায়ক পোশাকটি হলো শাড়ি। বিশেষজ্ঞদের মতে, সব সময়ের জন্যেই শাড়ি আরামদায়ক। আর নারী মোহনীয় হয়ে ওঠেন একমাত্র শাড়িতেই। তবে আরাম পেতে কাপড় বেছে শাড়ি পছন্দ করতে হবে। কেননা পাতলা কাপড়ের শাড়িতে গ্রীষ্মের তীব্র গরমে অনেকটা স্বস্তি আসবে। এ মৌসুমের জন্যে আলাদা ফ্যাব্রিকের শাড়ি বাজারে পাওয়া যায়। এ ধরনের কিছু শাড়ি সম্পর্কে জেনে নিন।

সুতির শাড়ি : এর মধ্য দিয়ে বাতাস চলাচল করে। এর ওজন অনেক হালকা। তা ছাড়া ঘাম শুষে নেয়। কাজেই ঘাম ঝরানো গরমকালের জন্যে দারুণ এক শাড়ি। এতে শরীর ঠাণ্ডা থাকে।

মলমল শাড়ি : ব্যাপক জনপ্রিয় একটি শাড়ি। একেবারে হালকা ওজনের, কোমল এবং মসৃণ জমিনের এক শাড়ি। গরমের জন্যে বেশ আরামদায়ক।

ভিসকস শাড়ি : এ শাড়ির মূল বৈশিষ্ট্য হলো, খুব সহজেই এতে রং করা যায়। এ রং কখনো নষ্ট হয় না। শাড়ির জমিন এমন যে তা বাতাস চলাচলের উপযোগী করেই তৈরি করা হয়।

লিনেন শাড়ি : ঘাম শুষে নেওয়া সুতায় তৈরি হয় লিনেন কাপড়। খুবই আরামদায়ক শাড়ি এটি। খুব সহজে বাতাস চলাচল করে। এটা শুধু দেহকে শীতলই রাখে না, এই ক্লাসিক শাড়িটি আপনাকে রীতিমতো বুঝতে পারে।

শিফন শাড়ি : এটি ওজনে অদ্ভুত রকমের হালকা। খুবই আরামদায়ক। পয়সা দিয়ে এই শাড়ি কিনে কখনোই ঠকবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন