News71.com
 Lifestyle
 02 Feb 20, 06:43 PM
 923           
 0
 02 Feb 20, 06:43 PM

লেবু আর টমেটোর ম্যাজিকে দূর হবে মুখের অবাঞ্ছিত লোম॥

লেবু আর টমেটোর ম্যাজিকে দূর হবে মুখের অবাঞ্ছিত লোম॥

নিউজ ডেস্কঃ মুখের অবাঞ্ছিত লোম দূর করার কিছু ঘরোয়া সহজ পদ্ধতি রয়েছে। এ পদ্ধতিগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ৮-৯ টেবিল চামচ পানি দুই চামচ চিনি ও লেবুর রস নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিন। এরপর বুদবুদ ওঠা পর্যন্ত গরম করে নিন। তারপর ঠান্ডা করে ২০ থেকে ২৫ মিনিট মাখিয়ে রাখতে হবে। ধোয়ার সময় ঠান্ডা পানি দিয়ে বৃত্তাকারে ঘষে তা ওঠাতে হবে। আরেকটি উপকরণ হলো টমেটো। টমেটোর রস আমাদের ত্বকের জন্য খুবই দরকারি। টমেটো ও লেবুর রস দিয়ে বানানো স্ক্র্যাব আমাদের মুখের লোম দূর করতে সাহায্য করে। লেবু আর টমেটোর মেলবন্ধনই আপনাকে এ সমস্যার হাত থেকে রেহাই দেবে। এই দুইয়ে মিলে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব। এর জন্য টমেটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার এ পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন। এভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন। দেখবেন ম্যাজিকের মতোই মুখের অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেয়ে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন