News71.com
 Lifestyle
 18 Jun 16, 07:44 PM
 1026           
 0
 18 Jun 16, 07:44 PM

সহানুভূতিশীল পুরুষ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে

সহানুভূতিশীল পুরুষ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে

নিউজ ডেস্ক: নারী তার সঙ্গী হিসেবে কেমন পুরুষ চান, যদি মনে করেন টাকা-পয়সা, স্মার্টনেস, সৌন্দর্য, শারীরিক শক্তিমত্তা, বুদ্ধি ইত্যাদি কোনো একটি বিষয় তাহলে ভুল করবেন। কারণ গবেষকরা বলছেন বিষয়টি এগুলো নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ।

বিশেষজ্ঞদের মতে, পুরুষের অন্য সব গুণের তুলনায় একটি গুণ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এটি হলো সহমর্মিতা বা সহানুভূতি। গবেষকরা বলছেন সহানুভূতিশীল পুরুষ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। সহানুভূতিশীলতা কোনো সাধারণ বিষয় নয়। আপনার অন্য মানুষের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি তা প্রকাশ করে এ বিশেষ গুণটি। এটা নারীর কাছে এমন ভাব প্রকাশ করে, যেন তিনি তার সঙ্গীর ওপর পূর্ণ আস্থা আনতে পারেন।

সম্প্রতি এ বিষয়টি প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব পজিটিভ সাইকোলজি অ্যান্ড এডুকেশনের এক গবেষণায়। এতে তারা জানিয়েছেন, যে তরুণেরা তাদের কাছাকাছি থাকা তরুণীদের প্রতি উচ্চমাত্রায় সহানুভূতিশীল থাকে তারা নারীদের ১.৮ গুণ বেশি আকর্ষণ করেন।

কিন্তু সহানুভূতির মতো বিষয়ের প্রতি নারীরা কেন এতটা দুর্বল সম্পর্কে গবেষকরা বলছেন, যুগে যুগে নারীরা এটাকেই চরম গুরুত্ব দিয়ে এসেছেন। নারী ভালো থাকতে এবং নিরাপদে থাকতে সহানুভূতির তুলনা হয় না। আর এ কারণে নারীরা সর্বদা সহানুভূতিশীল পুরুষকেই পছন্দ করেন বলে উঠে এসেছে গবেষণায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন