জীবনযাপন ডেস্ক: বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বিভিন্ন নগরে বাস করে। তবে ২০৫০ সালে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ বাস করবে শহরে। আর ভবিষ্যতে যে শহরগুলো এ বর্ধিত চাহিদা পূরণ করবে সেগুলোর এক তালিকা তৈরি করেছে গ্লোবাল বিজনেস-কনসাল্টিং ফার্ম এটি কেয়ার্নে।
এ তালিকায় থাকা সেরা ২৫ নগরের তালিকা দেওয়া হলো:
১. স্যান ফ্রান্সিসকো: মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো নগরী এ বছরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এ শহরে রয়েছে যে কোনো উদ্ভাবনকে সহায়তা করার দারুণ সব ব্যবস্থা। এছাড়া বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের জন্যও দারুণ সব সুযোগ-সুবিধা রয়েছে শহরটিতে। ভবিষ্যতে এ শহরের অর্থনৈতিক দিগন্ত আরও বিস্তৃত হবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।
২. নিউ ইয়র্ক: মার্কিন এই শহর যে তালিকায় থাকবেই, তা তো বলাই বাহুল্য। গত কয়েক বছরে এ শহরের অবস্থান বেশ পাকাপোক্ত হয়েছে। শহরটি বহু বছর ধরেই ব্যবসা বাণিজ্যের জন্য দারুণ বন্ধুবৎসল। এ কারণেই ভবিষ্যতে নগরটির অর্থনীতি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
৩. বোস্টন: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নগরীকে কেয়ার্নে পরিসংখ্যান অনুযায়ী অন্যতম সেরা হিসেবে ধরা হয়েছে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে নগরীর ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি। গত কয়েক বছরে এ নগরীর অর্থনৈতিক সম্ভাবনা আরও বেড়েছে।
৪. লন্ডন: কেয়ার্নে পরিসংখ্যান অনুযায়ী কোনো শহরের ভবিষ্যৎ সম্ভাবনা নয় বরং বর্তমানের দিক হিসাব করলে লন্ডনই সেরা। শহরটি বেশ কয়েক বছর আগেই নিউ ইয়র্ককে পেছনে ফেলে দিয়েছে। ভবিষ্যতে লন্ডন আরও উন্নতি করবে, এমনটাই ধারণা বিশ্লেষকদের।
৫. হাউস্টন: মাথাপিছু জিডিপির ক্ষেত্রে হাউস্টন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয়। গত কয়েক বছরে শহরটি প্রচুর উন্নতি করেছে। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
৬. আটলান্টা: নতুন উদ্ভাবন ও তাকে গ্রহণ করার ক্ষেত্রে আটলান্টার জুড়ি নেই। এ নগরীতে রয়েছে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সুব্যবস্থা।
৭. স্টকহোম: এই শহরেও রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। সেইজন্যই বিশ্বের বহু বড় শহরকেও পিছিয়ে দিয়েছে এ শহর। আর ভবিষ্যতেও এ সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে।
৮. অ্যামস্টারডাম: বিশ্বের কয়েকটি নগরীকে গ্লোবাল এলিট হিসেবে তুলে ধরা হয়েছে, যে তালিকায় এগিয়ে রয়েছে অ্যামস্টারডাম। এ শহরের বায়ুর মান যেমন অনেক উন্নত হয়েছে তেমন এর ব্যবসা-বাণিজ্য শুরুর ক্ষেত্রে সহজ নানা সুবিধাও রয়েছে।
৯. মিউনিখ: জার্মানির মিউনিখ নগরীর পরিবেশগত অগ্রগতি ভালো না হলে এ তালিকায় আরও এগিয়ে যেত। মিউনিখ নগরী ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে, এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে।
১০. জুরিখ: জুরিখ নগরী কর্তৃপক্ষ নাগরিকদের জন্য অত্যন্ত সচেতন। তারা ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা থেকে শুরু করে গণপরিবহন পর্যন্ত নানা ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় জনসাধারণকে প্রস্তুত করছে।
১১. শিকাগো: শিকাগো শহরে ক্রমে বেড়ে চলেছে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। ১৭ শতক থেকে শুরু করে এ শহরের উন্নতি এখনও চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের চেয়ে ভালোই এগিয়ে চলছে এ নগরীর ভবিষ্যতের জন্য প্রস্তুতি।
১২. সিডনি: অস্ট্রেলিয়ার এই শহরটি অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষায় ভালো নম্বর পেয়েছে। অস্ট্রেলিয়ান স্টেট নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি। দেশটির তথ্য-প্রযু্ক্তি ও যোগাযোগ খাতের প্রাণকেন্দ্র সিডনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার অর্থনীতি ও বীমা সংক্রান্ত যাবতীয় ব্যবসা সিডনিতে অবস্থিত। ভবিষ্যতের পরিবেশের জন্য শহরটির কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন।
১৩. প্যারিস: প্যারিস শহরেই রয়েছে নাগরিকদের জন্য নানা আধুনিক সুযোগ সুবিধা। তৈরি হয়েছে বিজনেস অ্যানালিটিকস সলিউশন সেন্টার। অতীতের মতো ভবিষ্যতেও প্যারিস কোনোভাবেই পিছিয়ে পড়বে না, এটাই প্রকাশ হয়েছে তথ্যে।
১৪. বার্লিন: অ্যামস্টারডাম, লন্ডন ও প্যারিসের মতো বার্লিনও ইউরোপের অন্যতম ‘গ্লোবাল এলিট’। এ শহরটিতে রয়েছে পরিবেশ সহায়ক নীতিমালা, যা শহরটিকে পরিবেশবান্ধব হিসেবে পরিচিত করেছে।
১৫. মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে অনুকরণীয়। এ ছাড়া স্থিতিশীলতার ক্ষেত্রেও ভালো নম্বর রয়েছে শহরটির। এছাড়া এখানকার স্বাস্থ্যখাত এবং মানবাধিকার সংক্রান্ত নানা প্রতিষ্ঠান ছাড়াও উৎপাদন ও খুচরা বাজারের আকৃতি ক্রমশ বিশাল হয়ে উঠছে।
১৬. জেনেভা: সুইজারল্যান্ডের অন্যতম দারুণ শহর জেনেভা। এটি এ তালিকায় আসার পেছনে সুশাসন অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে। সুইজারল্যান্ডের অন্য শহরগুলোও অবশ্য এ তালিকায় বেশ এগিয়ে রয়েছে।
১৭. সিঙ্গাপুর: সিঙ্গাপুর এশিয়ার দুটি শহরের মধ্যে অন্যতম, যা এ তালিকায় স্থান পেয়েছে। অন্য শহরটি হলো টোকিও। সিঙ্গাপুর শহরের বহু বিষয় রয়েছে যা অন্য শহরগুলোর জন্য অনুকরণীয়।
১৮. টরেন্ট: কানাডার এই শহরটি শিক্ষা ও অবকাঠামো খাতে বরাবরই ভালো। দেশটির সবচেয়ে বড় ৩০টি আইন প্রতিষ্ঠানের মধ্য ২১টি, ১০টি সবচেয়ে বৃহৎ অ্যাকাউন্টিং ফার্মের মধ্যে ৭টি এবং ১০টি বৃহৎ বিজ্ঞাপন সংস্থার মধ্যে ৭টি এই শহরে অবস্থিত। এছাড়া শহরটিতে উদ্যোক্তা হওয়া খুবই সুবিধাজনক।
১৯. টোকিও: জাপানের রাজধানী টোকিও বর্তমানে এ তালিকার ওপরের দিকেই রয়েছে। ভবিষ্যতেও নগরটির এ শীর্ষস্থান অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০. ডালাস: মার্কিন এ নগর বিশ্বের সেরা ২৫ নগরের মধ্যে নেই। কিন্তু এ নগরের রয়েছে অসীম সম্ভাবনা, যা এ তালিকায় নিয়ে এসেছে।
২১. লস অ্যাঞ্জেলস: বিশ্বের অন্যতম জনবহুল মার্কিন এ শহর এখন নানাক্ষেত্রে যথেষ্ট উন্নতি করছে। বিগত কয়েক বছরে বিশ্বের বহু শহরই লস অ্যাঞ্জেলসের মতো উন্নতি করতে পারেনি। এ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু বছর ধরেই উদ্বেগ রয়েছে। তার পরেও শহরটির সম্ভাবনাকে কেউ উড়িয়ে দিচ্ছেন না।
২২. ব্রাসেলস: বেলজিয়ামের এ শহরটি প্রথমবারের মতো সরকারি স্বচ্ছতায় বিশ্বসেরা হিসেবে নির্বাচিত হয়েছে। এ শহরে শান্তিপূর্ণভাবে বহু রাজনৈতিক সম্মেলন হয়। সম্প্রতি শহরটির অবকাঠামোগত বহু উন্নতিও হয়েছে।
২৩. তাইপে: তাইওয়ানের এ শহরটি বর্তমানে বিশ্বের ৪৩তম সেরা শহর। তবে শহরটির যে অগ্রগতি তা বিশ্লেষণ করেই এ তালিকায় স্থান করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
২৪. কোপেনহেগেন: ডেনমার্কের এ নগরটিকে স্মার্ট সিটি বলা যায়। কারণ এ শহরে প্রযুক্তির সঙ্গে জনসাধারণকে অসাধারণভাবে সমন্বয় করা হয়েছে। আর এর সুফল লাভ করছেন শহরের সব বাসিন্দাই।
২৫. ভ্যানকুভার: থাকার জন্য দারুণ সুযোগ সুবিধা রয়েছে ভ্যানকুভারে। কানাডার এই শহরটির পয়েন্ট স্বাস্থ্য বিভাগে ১০০ এবং অবকাঠামোতে ৯২.৯।