নিউজ ডেস্কঃ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এখনো অনেক কিছু দেখার বাকি, ঘটার বাকি। তবু এখনই মন্তব্য করে ফেলা যায়, এবারের এই চলচ্চিত্র উৎসবের ‘পোস্টার বয়’ হয়ে থাকবেন ২৬ বছর বয়সী মার্কিন অভিনেতা টিমোথি চ্যালামেট। লালগালিচায় তাঁর লুক দেখে ফ্যাশনের রথী–মহারথীদের চক্ষু চড়কগাছ। তাঁদের অনেকেই ফিসফিস করে বলেছেন, লালগালিচায় এর আগে কাউকে কখনো এভাবে দেখাই যায়নি!