News71.com
 Sports
 21 Jul 16, 12:42 PM
 711           
 0
 21 Jul 16, 12:42 PM

ইংল্যান্ডকে সাদর আমন্ত্রণ মাশরাফির

ইংল্যান্ডকে সাদর আমন্ত্রণ মাশরাফির

স্পোর্টস ডেস্কঃ  হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার জেরে ক্রিকেটপাড়ার রক্তচাপও বেড়েছে। সুরক্ষার জন্য নানাবিধ পন্থার সংযোজন হচ্ছে প্রায় প্রতিদিনই। মূল ফটকে মাশরাফি-তামিমদের গাড়ির মতো নিরাপত্তা তল্লাশি হচ্ছে বোর্ড পরিচালক খালেদ মাহমুদেরও। স্টেডিয়ামজুড়ে বেড়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা, অচেনা মুখ দেখলে নিয়মিতরাও নিশ্চিত হয়ে নিচ্ছেন তার পরিচয়। নতুন ব্যবস্থাপত্রে অস্বস্তি নেই, স্বস্তির কথাই জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। প্রাথমিক দলের ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের হাইলাইটও ইংল্যান্ড দলকে উদ্দেশ করে মাশরাফির আশ্বাস, ‘বাংলাদেশের মানুষ জানে কিভাবে ক্রিকেটারদের সম্মান করতে হয়। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’

এউইন মরগ্যান কিংবা অ্যালিস্টার কুকের কাছে সংবাদমাধ্যম মারফত বার্তাটা পৌঁছে যাওয়ার কথা। যদিও এ তো আর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে সীমাবদ্ধ নয়, ব্যাপ্তি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাষ্ট্রীয় সংযোগটাতেই আশার আলো দেখছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ট্যুরটা হবে। এ দেশের মানুষ অনেক দিন ধরেই খেলা দেখার জন্য অপেক্ষা করছে। তারাও মনে করে ইংল্যান্ড আসবে। খেয়াল করে থাকবেন ইংল্যান্ড সব সময় বাংলাদেশকে হেল্প করে। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়ও এসেছিল। আগেও তারা হেল্প করেছে। আশা করছি এবারও তারা আসবে।’

 তবে তিনি তো আর নীতিনির্ধারক নন, সবটা নির্ভর করছে দুটি দেশের ওপর। যদিও মাশরাফির বিশ্বাস, ‘টেকনিক্যালি কী আলোচনা হচ্ছে, তা আমরা জানি না। আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপারটা নিয়ে কাজ করছে।’ আর নিজের পক্ষ থেকে ইংলিশ দলের প্রতি তাঁর আশ্বাস, ‘ওরা সর্বোচ্চ নিরাপত্তাই পাবে বলে জানি। অন্যান্য দলকেও তাই দেওয়া হয়ে থাকে।’ এরপর ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের অপরিসীম ভালোবাসার কথা জানিয়ে মাশরাফির দেওয়া নিশ্চয়তা, ‘মনে হয় না কোনো সমস্যা হবে।’

মাশরাফির সমস্যা হচ্ছে না অনিশ্চয়তার দোলাচলের মধ্যে অনুশীলন করতেও, ‘আমরা সবাই আশাবাদী। এখনো তিন মাস বাকি আছে। তা ছাড়া এই সিরিজটাই তো আমাদের ক্যারিয়ারের শেষ নয়। সবারই ফিটনেস ধরে রাখা উচিত। আমাদের উচিত ফিটনেস ধরে রেখে খেলার জন্য তৈরি থাকা। বাকিটা ক্রিকেট বোর্ড দেখবে।’

সেই ফিটনেস ধরে রাখার মিশনের শুরুতে নেই ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। কথা রয়েছে আগামী মাসে এসে ক্যাম্পে যোগ দেবেন এ শ্রীলঙ্কান। তাই আপাতত স্থানীয় ট্রেনারের অধীনেই ক্যাম্প শুরু করেছেন মাশরাফি-তামিম ইকবালরা। এতে সামান্য যে সমস্যা, সেটিও দূরে রাখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘মারিও ছাড়া আমরা অভ্যস্ত নই। তবে ইফতি (স্থানীয় ট্রেনার) আছে। তাকে নির্দেশনা দেওয়া আছে। এ ছাড়া খেলোয়াড়রা নিজেদের কাজটা বোঝে। এখন সবাই জানে যে নিজেরটা নিজেকেই করতে হবে। মারিও থাকলেই শুধু কাজ করব— এ মানসিকতা নেই। সবাই জানে যে এক-দেড় মাস বসে থাকলেই আনফিট হয়ে যাবে। নিজের যত্ন নিতে শেখা, ফিটনেস ধরে রাখার ব্যাপারে এই ক্যাম্পটা দারুণ সুযোগ।’

তবে এসব তো গত্বাঁধা বুলি। বিদেশি কোচিং স্টাফের চোখের সামনেই ফাঁকিবাজির চেষ্টা যে বা যাঁরা করে থাকেন, দেশি কোচিং স্টাফ থাকলে তো তাঁদের পোয়াবারো! কিন্তু মাশরাফি জানালেন ভিন্ন কিছু, সঙ্গে এ পরিবর্তনের কারণও, ‘আমি আগেও বলেছি এখানে সিনিয়রদের অনেক কিছু করার আছে। যেমন মুশফিক, রিয়াদ (মাহমুদ উল্লাহ), তামিমের সঙ্গে যারা ফিরেছে তাদের মধ্যেও শাহরিয়ার নাফীস, রকিবুলের মতো সিনিয়র ক্রিকেটার আছে। তারা সবাই অনেক ফিট। ওদেরকে আলাদা করে বলার কিছু নাই। আমি মনে করি তরুণরা ওদের কাছ থেকে গাইডলাইনটা নিক। কেউ (বিদেশি কোচিং স্টাফ) থাকলে করব, নয়তো করব না—এটা করা যাবে না। সেরকম হলে ওটা হবে ব্যক্তিবিশেষকে দেখানোর জন্য করা।’

লোকদেখানো কিছু করে যে নিজের উন্নতি হয় না; এত দিনে এ সুবুদ্ধির বিস্তার বাংলাদেশের ড্রেসিংরুমে ঘটে গেছে বলেই খবর! তা ছাড়া ফাঁকিঝুঁকি নিয়ে দলের ভেতরে এখন যেভাবে প্রকাশ্য আলোচনা হয়, তাতে লোকদেখানো লোকের সংখ্যা নিয়মিতই কমছে। ট্রেন্ড বলছে, ভবিষ্যতে কমতেই থাকবে সেটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন