স্পোর্টস ডেস্কঃ কথাটা শুনে হয়তো বিস্মিত হবেন অনেকে । কিন্তু এটাই বাস্তব আর এটাই সত্যি । জুবায়ের হোসেনের কাছে একবার এসেছিলেন ইয়াসির শাহ, গুগলিটা শিখতে। বাংলাদেশি লেগ স্পিনারের গুগলি দেখে যে রীতিমতো বিমোহিত ইয়াসির! কতটুকু শিখেছেন কে জানে, তবে এক বছরের ব্যবধানে দ্রুততম সময়ে শততম টেস্ট উইকেট শিকার হওয়ার পথে পাকিস্তানি লেগ স্পিনার। আর সেদিনের ‘শিক্ষক’ জুবায়ের নিছকই ‘ভারী বোঝা’ কি না, সে সংশয়ে বাংলাদেশ।
ভারী তো জুবায়ের বটেই! এই সেপ্টেম্বরে ২২-এ পা রাখবেন তিনি। কিন্তু শরীরে তরবারির মতো তারুণ্যের ধার নেই। উল্টো ফিটনেস ক্যাম্পের প্রথম দিনে ‘স্কিন ফোল্ড’ টেস্টে জুবায়েরের পরীক্ষার ফল জেনে রীতিমতো বিস্মিত বিসিবি পরিচালক এবং জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ, ‘৯৬! এই বয়সের একটা ছেলের পেট এত ভারী হয় কী করে, যেখানে সে আবার ক্রিকেটার!’ বলতে বলতে মোবাইলে স্টোর করা নিজের জুবায়ের-বয়সী ছবি দেখালেন তিনি। এ যুগের মাহমুদের সঙ্গে মেলানো যায় না কোনোভাবেই, গোঁফের সরু রেখা আর ছিপছিপে শরীরের মাহমুদ তখন উঠতি অলরাউন্ডার।
প্রিমিয়ার লিগের পর বিরতি এবং ঈদের ছুটি মিলিয়ে শরীর কমবেশি ভারী হয়েছে সবারই। মাশরাফি বিন মর্তুজার নিজের যেমন স্কিন টেস্টের ফল ৪১ থেকে বেড়ে এখন ৬৮। পেটের চামড়ার পুরুত্ব ক্রিকেটারদের বেলায় স্ট্যান্ডার্ড ধরা হয় ৬০ থেকে ৭০। পেশিবহুল ক্রিকেটারের একটু বেশিই হতে পারে। তবে জুবায়ের মোটেও বাংলাদেশ দলের ‘ইনক্রেডিবল হাল্ক’ নন। তাই তাঁর ভারী পেট দেখে সতীর্থরা হাসাহাসি করলেও একটু ক্ষুব্ধই খালেদ মাহমুদ।
ক্ষুব্ধ তিনি আরো অনেক কারণে। তার আগে বলে নেওয়া ভালো বাংলাদেশে জুবায়ের হোসেনের প্রধান পৃষ্ঠপোষক যদি হন চন্দিকা হাতুরাসিংহে, তাহলে প্রধানতম সহ-পৃষ্ঠপোষক মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে উপেক্ষিত জুবায়ের যে এবার আবাহনীর মতো নামি দলে, সেটা তাঁরই পীড়াপীড়িতে। আবাহনীর অধিনায়ক হিসেবে তামিম ইকবালও সমর্থন এবং ভরসার দুটি হাতই রেখেছিলেন জুবায়েরের কাঁধে। প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়ে সে আস্থার প্রতিদানও দিয়েছিলেন তিনি। এক ম্যাচ বিরতি দিয়ে ৪ উইকেট, পরেরটায় ২ উইকেট—ঠিকঠাকই মনে হচ্ছিল সব কিছু। কিন্তু পরের তিন ম্যাচে ক্রমাগত লং হপ দিয়ে পিটুনি খেয়েছেন জুবায়ের এবং সবচেয়ে বিস্ময়কর কাণ্ড ঘটিয়েছেন অধিনায়ক বোলিংয়ে ডাকার পরও বল হাতে তুলে না নিয়ে। ঘটনাটার সত্যতা অবশ্য সরাসরি স্বীকার-অস্বীকার কোনোটিই করেননি মাহমুদ, শুধু নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয়েছে কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে জুবায়ের। নেটে ও যখন তামিমকে বল করে, তখন মনে হয় কোনো বোলারই না। কিন্তু অন্যদের বেলায় দুর্দান্ত। তাহলে কি ব্যাটসম্যানের নামের প্রভাব পড়ছে ওর মনে? ওপরের লেভেলে টিকতে হলে এই মানসিকতা ছাড়তে হবে।’
সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটা তথ্যের ইঙ্গিত সাবেক এ অধিনায়কের কণ্ঠে, ‘এখনকার জাতীয় দলে ফাঁকি দিলে নিজেরই ক্ষতি হবে। নিজের যত্ন নেওয়া কিংবা শৃঙ্খলায় ঝামেলা থাকলে দলে টিকে থাকা কঠিন।’ নিজের যত্ন জুবায়ের নেন কি না, এ সংশয় পুরো দলেই সংক্রমিত। সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত শৃঙ্খলায় ঘাটতিও। সবশেষ প্রিমিয়ার লিগে যেমন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জুবায়েরকে শাস্তিও দিয়েছে আবাহনী। বন্ধুবান্ধব নিয়ে একাডেমি ভবনে নিজের রুমে আড্ডায় মশগুল থাকায় এ লেগ স্পিনারকে আর খেলায়ইনি বর্তমান চ্যাম্পিয়নরা। উপরন্তু একাডেমিতে অবস্থানরত সব ক্রিকেটারের জন্য জারি হয়েছে বিশেষ আচরণবিধি।
জুবায়েরকে ঘিরে দল এবং ম্যানেজারের অনেক অভিযোগ। কিন্তু সবাই-ই আবার এটাও মানেন যে, একজন লেগ স্পিনার দলের জন্য ভীষণ জরুরি। আর সে কারণেই জুবায়েরের আবির্ভাবকে আশীর্বাদ ভেবেই লুফে নিয়েছিলেন সবাই। বলার অপেক্ষা রাখে না এর পুরোভাগে হেড কোচ হাতুরাসিংহে। দৃষ্টিকটু রকমভাবেই জুবায়েরকে আগলে রেখেছিলেন তিনি। দলের সঙ্গে রাখেন, কিন্তু খেলান না। আবার না খেলানোর দায়ে ঘরোয়া কোচদের তীব্র সমালোচনাও করেছেন হাতুরাসিংহে। এ নিয়ে নির্বাচক কমিটির সঙ্গেও কম দেনদরবার হয়নি তাঁর। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে সুদূর অস্ট্রেলিয়া থেকে ফোনে নিয়মিত জুবায়েরের খোঁজখবরও নিয়েছেন হাতুরাসিংহে। লিগের শেষভাগের ম্যাচগুলোয় জুবায়েরকে খেলানোর অনুরোধও তিনি করেছিলেন মাহমুদকে। কিন্তু দলের প্রয়োজনের সময় বল করতে অস্বীকৃতি জানানোর পর জাতীয় দলের হেড কোচের অনুরোধেও মন গলেনি মাহমুদের, ‘জুবায়ের নিঃসন্দেহে ম্যাচ উইনার। প্রতিভা নিয়েও সংশয় নেই। কিন্তু ও পারছিল না। কোচ হিসেবে ক্লাবের স্বার্থটাই আমি দেখেছি।’
তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাবের পরই কর্পূরের মতো উবে যাবেন একজন লেগ স্পিনার? এ প্রশ্নে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সুর মাহমুদের উত্তরে, ‘আমরা সবাই জানি লেগ স্পিনারের গুরুত্ব কতটা। এটাও জানি জুবায়েরের মধ্যে সেই জিনিসটি আছে। কিন্তু দেখে মনে হচ্ছে ছেলেটা অল্পতেই খুশি হয়ে যায়। এ মানসিকতা বদলাতে হবে। প্রতিভা থাকলেই হবে না, অনেক কষ্টও করতে হবে।’
নয়তো? নয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যাবেন, বড়জোড় ক্রিকেট আড্ডায় দীর্ঘশ্বাস হয়ে থাকবেন—আহ্, জুবায়েরটা যদি...!