News71.com
 Sports
 14 Aug 16, 12:19 PM
 721           
 0
 14 Aug 16, 12:19 PM

রিও অলিম্পিক : গোটা ভারত তাকিয়ে আগরতলার বাঙালি কন্যার দিকে

রিও অলিম্পিক : গোটা ভারত তাকিয়ে আগরতলার বাঙালি কন্যার দিকে

 

স্পোর্টস ডেস্ক: ১২৫ কোটি মানুষের দেশ ভারত। অলিম্পিকের আসরে গিয়েছেন ১১৮ জনের বিরাট একটা দল। অনেক আশা ও উদ্দীপনা। এখনও পর্যন্ত ঝুলিতে পদকের সংখ্যা শূন্য। অতএব গোটা ভারত এখন তাকিয়ে আগরতলার বাঙালি কন্যার দিকে। তিনি দীপা কর্মকার।

যখন বিপুল প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে প্রদুনোভা ভল্টের জন্য এগিয়ে যাবেন দীপা, ঠিক তখন গোটা ভারত অপলকে তাকিয়ে থাকবে তার দিকে। শ্বাসরুদ্ধ মুহূর্ত, একটা দৌড়, ভল্ট, সোনা অথবা রুপা অথবা ব্রোঞ্জ অথবা এই ৩ পদকের কোনটাই নয়। যদি পদক পান দীপা, তবে তো শিখর ছোঁবেনই তিনি, না পেলেও শিখর স্পর্শের কম কিছু হবে না। জীবনকে আক্ষরিক অর্থেই বাজি রেখে যিনি ভারতকে সম্মান এনে দেওয়ার চূড়ান্ত লড়াইয়ে পৌঁছান, তার কৃতিত্বকে সম্মান দেওয়া উচিত।

পরিবেশ-পরিকাঠামো-সুযোগের নানা প্রতিকূলতাকে পেরিয়ে দীপা আজ এখানে এসে পৌঁছেছেন। তিনি পারবেন এমনটাই প্রত্যাশা সকলের। সে দেশের অসংখ্য মানুষের শুভেচ্ছা রয়েছে তার সঙ্গে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন