News71.com
 Sports
 14 Jun 16, 11:28 AM
 878           
 0
 14 Jun 16, 11:28 AM

বার বার বাতিলের খাতায় ফেললেই ইতালি ঝলসে উঠে ।। বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে আবারও প্রমাণ দিল

বার বার বাতিলের খাতায় ফেললেই ইতালি ঝলসে উঠে ।। বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে আবারও প্রমাণ দিল

স্পোর্টস ডেস্ক: ইতালি জ্বলে উঠেছে। ঠিক সময়ে ইতালি জ্বলে উঠতই। যেমনটা তারা উঠেছিল ১৯৮২ বিশ্বকাপে। যেমনটা ২০০৬ বিশ্বকাপে। ২০১২ ইউরোতেও তো অনেকের হিসাব পাল্টে দিয়ে ইতালি চলে গিয়েছিল ফাইনালে। ইতালিকে বাতিলের খাতায় ফেলে দিলেই তারা হয়ে ওঠে ভয়ংকর।

টুর্নামেন্ট শুরুর আগে যতবারই ইতালিকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়, সেবারই যেন তারা বেশি করে ঝলসে ওঠে। এবারও ইতালিকে হিসাবের মধ্যে ধরছে না কেউ। শুধু তা-ই নয়, বলা হচ্ছিল বুড়ো বাতিলের দল ইতালিকে হারিয়ে দেবে তরুণ-তুর্কি বেলজিয়াম। ঠিক সময়ে হাতুড়ির ঘা পড়ল। বেলজিয়ামকে কাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে উড়িয়ে দিল ইতালি।

এত এত নেতিবাচক কথাবার্তা হচ্ছে বলে ম্যাচের আগের দিন অধিনায়ক জিয়ানলুইজি বুফন বলেছেন, ‘কখনো আপনি কামারের নেহাই হবেন, কখনো হবেন হাতুড়ি। আপনারা এখন যা দেখছেন সবই কাগজে-কলমে। আগামীকাল আসল জিনিস দেখবেন মাঠে।’

তা-ই হলো। ইতালি কখনো নেহাই হয়ে আঘাত সহ্য করেছে, কখনো হাতুড়ি হয়ে আঘাত করেছে। সবচেয়ে বড় কথা, নেহাই এবং হাতুড়ি দুটিই একসঙ্গে হয়ে মাঝখানে ঘা মেরেছে বেলজিয়ামকে। ৩২ মিনিটে জাকেরেনির গোলে প্রথম এগিয়ে গিয়েছিল ইতালি। শেষ মুহূর্তে ম্যাচে ফিরতে মরিয়া বেলজিয়ামকে আসল ঘা দিয়েছেন পেল্লে। এই ইতালি নিখুঁত, অটল, অটুট। কোচ আন্তোনিও কন্তে দল নির্বাচন নিয়ে অনেক সমালোচনা সহ্য করেছেন। কন্তে তাদেরই নিয়েছেন যাদের ওপর তিনি আস্থা রাখতে পারেন। কাল সেই আস্থার প্রতিদানই দিল ইতালি।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠের ডান দিকে হাতে হাত ধরে ইতালির খেলোয়াড়েরা দৌড় দিলেন। মাত্রই একটা ম্যাচ জয় করেই এমন উদযাপন হয়তো চোখে লেগে থাকতে পারে আপনার। কিন্তু এটাই যেন তাদের সংহতির প্রতীকী উদযাপন। ২০১০ বিশ্বকাপের হতাশা একটু হলেই মুছে দিতে পারত তারা, পারেনি ফাইনালে স্পেন সুন্দর ফুটবলের অবিশ্বাস্য প্রদর্শনী নিয়ে হাজির হওয়ায়। এবারের ইউরোতে ইতালি কত দূর যাবে সেটা এখনই বলা কঠিন। তবে আবারও ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার হতাশা মুছতে যে বুফনের দল দৃঢ় প্রতিজ্ঞ, তাতে কোনো সন্দেহ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন