News71.com
 Technology
 04 Mar 16, 02:44 AM
 1324           
 0
 04 Mar 16, 02:44 AM

কম্পিউটারের মত এবার জ্ঞান আপলোড করা যাবে মস্তিষ্কে !!

কম্পিউটারের মত এবার জ্ঞান আপলোড করা যাবে মস্তিষ্কে !!

নিউজ ডেস্ক : কম্পিউটারে বা ইন্টারনেটে যেভাবে আমরা তথ্য কপি করি, সেভাবে যদি মানুষের মস্তিষ্কেও কপি করা যেতো তাহলে কেমন হতো ? এ প্রশ্ন বিজ্ঞানীদের ভাবাচ্ছে বহু দিন ধরেই। বৈজ্ঞানিক কল্পকাহিনীতেও এ রকম ধারণার প্রতিফলন দেখা যায় প্রায়শই। কিন্ত আদৌ কি এটা সম্ভব এ প্রশ্ন ছিল সকলেরই । তবে বিষয়টি এখন আর কল্পকাহিনীতে আটকে থাকছে না। বাস্তবেও এটি প্রয়োগের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা। মানব মস্তিষ্কে তাৎক্ষণিক ‘জ্ঞান আপলোড’ করার পদ্ধতি বের করার লক্ষ্যে কাজ করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁরা ওই পদ্ধতিকে মানুষের জন্য উপযোগী রূপ দিতে পারবেন বলে আশাবাদী।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার এইচআরএল ল্যাবরেটরিজের একদল বিজ্ঞানী কয়েকটি পরীক্ষা চালান, যাতে প্রশিক্ষিত পাইলটদের মস্তিষ্কের কার্যক্রম (সংকেত) পর্যবেক্ষণ করা হয়। লক্ষ্য ছিল, উড়োজাহাজ চালনা শিখতে আগ্রহী তরুণ-তরুণীদের মস্তিষ্কে এসব সংকেত বিশেষ উপায়ে ‘প্রতিস্থাপন’ করা। বিজ্ঞানীরা ওই পাইলটদের মস্তিষ্কের নানা রকম তরঙ্গ পরিমাপ করেন। এসব তরঙ্গের কয়েকটি আলাদা করা হয়, যেগুলো বিমান চালনার বিশেষ কিছু দক্ষতার সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৩২ জন শিক্ষার্থী বিশেষ প্রক্রিয়ায় মস্তিষ্কে এসব সংকেতের সাহায্যে উদ্দীপনা নেন। এরপর বিমান চালনায় তাঁরা পারদর্শিতা দেখানোর ব্যাপারে অন্যদের চেয়ে ৩৩ শতাংশ এগিয়ে ছিলেন। আর যাঁরা ওই উদ্দীপনা নেননি, তাঁরা পরীক্ষায় তুলনামূলক পিছিয়ে ছিলেন।

অবশ্য বাস্তবে মাত্র পাঁচ মিনিটে উড়োজাহাজ চালানো শেখা সম্ভব নয়। ওই গবেষণায় যুক্ত বিজ্ঞানী ম্যাথু ফিলিপস বলেন, বিমান ওড়ানো শিখতে মাসের পর মাস লেগে যায়। তবে ওই শিক্ষার্থীরা মস্তিষ্কে উদ্দীপনা নেওয়ার পর তাঁদের শেখার প্রক্রিয়ায় বাড়তি গতি এসেছিল।

যদিও মস্তিষ্কে ‘জ্ঞান’ প্রবেশ করানোর ওই সম্ভাব্য পদ্ধতি বা প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি ফ্রন্টিয়ার্স ইন হিউম্যান নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা ভবিষ্যতে এই পদ্ধতি প্রয়োগের আগে তার কার্যকারিতা অবশ্যই খুঁটিয়ে দেখবেন। তবে শুরুটা বেশ উত্তেজনাকর হয়েছে, একথা বলা যেতে পারে—এমনটাই বলছেন বিজ্ঞানীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন