নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে স্ব-চালিত (অটোমেটিক) গাড়ি তৈরিতেই বেশি মনোযোগী হয়ে উঠছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যেই বেশকিছু প্রতিষ্ঠান পরীক্ষামুলক এমন কিছু গাড়ি তৈরি করলেও সেগুলো খুব একটা সন্তোষজনক ফলাফল দিতে পারেনি । রাস্তায় অনেক গাড়িতেই অটোপাইলট ফিচার থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা পুরোপুরি স্ব-চালিত নয়। তাই সম্পূর্ণ চালকবিহীন গাড়ি তৈরির লক্ষ্যে কাজ করছে কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
অটোমেটিক স্ব-চালিত গাড়ি তৈরিতে সবেচেয়ে গুরুত্বপূর্ণ হল গাড়ির ম্যাপ বা ন্যাভিগেশন সিস্টেম। আর সেজন্যই ফিনিশ মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার মালিকানাধীন ডিজিটাল ম্যাপিং প্রতিষ্ঠান 'হেয়ার'-এর সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডি। গত বৃহস্পতিবার গাড়ী নির্মাণ প্রতিষ্ঠান আউডি'র প্রধান নির্বাহী রুপার্ট স্টেডলার জানান, হেয়ার ম্যাপ-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে কথা চলছে।
উল্লেখ্য গত ২০১৫ সালেই হেয়ার ম্যাপ বিজনেস কিনতে একসঙ্গে যুক্ত হয়ে উদ্যোগ নেয় আউডি, বিএমডাব্লিউ এবং মার্সেইডিজ বেঞ্জ। অন্যান্য উচ্চ প্রযুক্তির লোকেশন সার্ভিসকে টক্কর দিতে এমন উদ্যোগ নেয় প্রতিষ্ঠানগুলো। কারণ তারা এর মাঝেই স্ব-চালিত গাড়ির ভবিষ্যৎ দেখতে পান। আর এসময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বলেও জানিয়েছে স্টেডলার।
এ ব্যাপারে স্টেডলার বলেন, "আমরা এটা জানাতে আনন্দ বোধ করছি যে, আমরা আমাদের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের এই প্ল্যাটফর্মে একইসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ করছি। আমরা আরও বলেছি যে, আমরা স্টেক কমাতে প্রস্তুত যাতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতে আসতে পারে।" কিন্তু এ ব্যাপারে আরও স্পষ্টভাবে কিছু জানাতে রাজি হননি তিনি।