News71.com
 Technology
 25 Sep 19, 10:35 PM
 843           
 0
 25 Sep 19, 10:35 PM

চাঁদের উল্টো পিঠে রহস্যজনক পদার্থের সন্ধান পেল চীনের চন্দ্রযান॥

চাঁদের উল্টো পিঠে রহস্যজনক পদার্থের সন্ধান পেল চীনের চন্দ্রযান॥

প্রযুক্তি ডেস্কঃ চাঁদের উল্টো পিঠে রহস্যজনক এক পদার্থের সন্ধান পেল চীনের চন্দ্রযান। জেল জাতীয় এই পদার্থটি ঠিক কী, তাই নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বিশ্ব জুড়ে। চাঁদের মাটিতে চীনের প্রথম রোবোটিক মিশন (চেঞ্জ ৪ মিশন) শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসের ৩ তারিখ। এর আগে কোনও দেশের চন্দ্রযানই চাঁদের এই অন্ধকারময় অংশে পা রাখেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিশন সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে চাঁদের মাটি পর্যবেক্ষণ করে এই চন্দ্রযান দুটি চাঁদের পৃষ্ঠে ঘুরে টানা ছবি পাঠিয়ে গিয়েছে ৯ জুলাই পর্যন্ত শক্তিশালী ক্যামেরা সহ ইউটু-২ ওই গর্তে নেমে ওই চ্যাটচ্যাটে জেলির মতো পদার্থের ছবি তোলে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এই জেলটি উল্কাপাতের ফলে চাঁদের পৃষ্ঠে জমা হওয়া এক ধরণের গলা কাচ। যদিও ইউটু-২'র এই পর্যবেক্ষণে প্রথম কোনও অদ্ভুত পদার্থ চাঁদে পাওয়া গেল এমন নয়। এর আগেও অ্যাপোলো–১৭ এর মহাকাশচারীরা এবং ভূবিজ্ঞানী হ্যারিসন স্মিট ১৯৭২ সালে চাঁদে কমলা রঙের মাটির সন্ধান পেয়েছিলেন। পরে তারা সিদ্ধান্তে আসেন, ৩৬৪ কোটি বছর আগের একটি অগ্ন্যুৎপাতের কারণে চাঁদের একটি অংশে এই ধরণের মাটি তৈরি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন