News71.com
 Technology
 29 Sep 19, 10:41 PM
 779           
 0
 29 Sep 19, 10:41 PM

বেড়েছে ৪ ধরনের নতুন সাইবার অপরাধ: সিসিএ ফাউন্ডেশনের গবেষণা

বেড়েছে ৪ ধরনের নতুন সাইবার অপরাধ: সিসিএ ফাউন্ডেশনের গবেষণা

প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশে প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে ১১ ধাপে অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে চারটিই নতুন। এগুলো হলো- ফোনে বার্তা পাঠিয়ে হুমকি, কপিরাইট আইন লঙ্ঘন, পণ্য বিক্রি করতে গিয়ে প্রতারণা এবং অনলাইনে কাজ করিয়ে নেওয়ার কথা বলে ধোঁকাবাজি। আক্রান্তদের মধ্যে নারী ভুক্তভোগীদের সংখ্যা বেড়েছে ১৬ দশমিক ৭৭ শতাংশ। তবে ভুক্তভোগীদের ৮০ দশমিক ৬ শতাংশই আইনের আশ্রয় নেন না। এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল নবগঠিত 'থিংক-ট্যাংক ফর সিকিউর ডিজিটাল বাংলাদেশ'। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরে কাজী মুস্তাফিজ বলেন, গতবারের চেয়ে এবারের জরিপে ৫ শতাংশ বেশি ভুক্তভোগী অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। এবার ৩৪ শতাংশই বলেছেন সচেতনতা না বাড়ালে এই অবস্থার ব্যাপক অবনতি ঘটবে। ২০ শতাংশ লোক আইনের প্রয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আর অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দেওয়া গেলে এই নীরব ঘাতকের হাত থেকে পরিত্রাণ মিলবে বলে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ ভুক্তভোগী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন