News71.com
 Technology
 10 Oct 19, 09:22 PM
 817           
 0
 10 Oct 19, 09:22 PM

মঙ্গলে পানির সন্ধান পেল নাসা ।।

মঙ্গলে পানির সন্ধান পেল নাসা ।।

বিজ্ঞান ডেস্কঃ আবারো মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব মিলেছে। নাসার কিউরিওসিটি এই লালগ্রহে মরুদ্যান অর্থাত্ ওয়েসিস-এর খোঁজ দিয়েছে। নাসা অনেকটা নিশ্চিত হয়ে জানিয়েছে, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে জলাশয় ছিল। বর্তমানে মঙ্গলের বুকে Gale Crater এক্সপ্লোর করছে নাসার কিউরিওসিটি। ১৫০ কিলোমিটার চওড়া এই প্রাচীন বেসিন। আর এটিকেই বৃহত্ মাপের জলাশয় হিসেবে চিহ্নিত করেছে নাসার মঙ্গলযান। প্রসঙ্গত, অক্টোবর মাস থেকে ফের মঙ্গলে প্রাণের খোঁজ শুরু করেছে মার্কিন সংস্থা নাসা। আর সেই গবেষণা অগ্রসর হওয়ার আগেই মঙ্গলে পানির অস্তিত্বের খোঁজ পেয়ে নিঃসন্দেহে উত্সাহিত বিজ্ঞানীরা। নাসার জেট প্রোপালশন ল্যাবোরেটরি জানিয়েছে, তাদের গবেষকদের পরবর্তী লক্ষ্য হল পানির এই গতিপথ এবং প্রকৃতি কীভাবে বদলেছে, সে সম্পর্কে গবেষণা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন