প্রযুক্তি ডেস্কঃ ইমেইল ফিশিং আক্রমণের হাত থেকে গ্রাহককে রক্ষা করতে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে। গ্রাহক ফেসবুক থেকে কোনো ইমেইল পেলে সেটি কোনো ফিশিং মেইল কিনা তা এই ফিচারের মাধ্যমে যাচাই করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। অ্যাপের নিরাপত্তা সেটিংসে ‘ইমেইলস ফ্রম ইনস্টাগ্রাম’ শিরোনামে যাচাইকৃত ইমেইলগুলো সংরক্ষণ করা থাকবে। এভাবে এই ট্যাবে ইনস্টাগ্রামের পক্ষ থেকে পাঠানো শেষ ১৪ দিনের সব ইমেইলের তথ্য সংরক্ষণে রাখা হবে। ইতোমধ্যেই ফিচারটির জন্য আপডেট উন্মুক্ত করেছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অ্যাপে এই সংযোজনটিকে স্বাগত জানানো হয়েছে। কারণ বর্তমানে ফিশিং মেইলগুলো অনেক শক্তিশালী হয়ে উঠেছে। কিছু কিছু ফিশিং আক্রমণ দুই ধাপের যাচাইকরণ ব্যবস্থাকেও ভেঙে ফেলে। আক্রমণকারী একটি ভুয়া সাইটে ব্যবহারকারীর ছয় সংখ্যার নিরাপত্তা কোডটি দিতে বলেন, পরে ওই কোডটি মূল সাইটে ব্যবহার করা হয়। সম্ভাব্য সব জায়গাতেই দুই ধাপের যাচাইকরণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে ইনস্টাগ্রাম।