প্রযুক্তি ডেস্কঃ ২০২১ সালের মধ্যেই শেষ হচ্ছে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের নির্মাণ কাজ। আর ২০২৫ সাল নাগাদ এই হাইটেক পার্কেই কর্মসংস্থান হবে অন্তত ১৪ হাজার তরুণ-তরুণীর। এমনটাই আশাবাদ প্রকল্প সংশ্লিষ্টদের। ২০১৬ সালের ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই হাইটেক পার্ক নির্মাণের প্রকল্প অনুমোদন দেয়। এরপরের বছরের ১৩ জানুয়ারি সড়কবাতি, ভূমি উন্নয়ন এবং অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই বছরের ১৪ সেপ্টেম্বর হাইটেক পার্কের মূল অংশের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রাজশাহীতে হাইটেক পার্কটির প্রকল্প এলাকা ঘুরে জানা যায়, প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটির মূল অংশ দুই ভাগে বিভক্ত। একটি হলো, শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। অপরটি হলো, সজীব ওয়াজেদ জয় সিলিকন টাওয়ার। এর মধ্যে পাঁচ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে ১০ তলা বিশিষ্ট জয় সিলিকন টাওয়ারের কাজও দ্রুত গতিতে চলছে। প্রায় ৭২ হাজার বর্গফুট আয়তনের শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে ইতোমধ্যে অফিস স্থাপনের জন্য ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। ছয়টি প্রতিষ্ঠান তাদের অফিস স্থাপন করে পুরোদমে কার্যক্রমও শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো হলো – অ্যারো ডেস্ক, টেক রাজশাহী, ফ্লিট বাংলাদেশ, এএসটিজিডি, এমডি ইনফোটেক এবং উল্কাসেমি লিমিটেড।