News71.com
 Technology
 05 Jul 16, 11:39 PM
 959           
 0
 05 Jul 16, 11:39 PM

পাবলিক Wifi ব্যবহার করলে যে বিষয়গুলো সব সময় মাথায় রাখা উচিৎ...

পাবলিক Wifi ব্যবহার করলে যে বিষয়গুলো সব সময় মাথায় রাখা উচিৎ...

নিউজ ডেস্ক: বর্তমানে দেশ ডিজিটাল হচ্ছে। স্মার্টসিটি গড়ে উঠছে। বিমানবন্দরে, স্টেশনে স্টেশনে এখন Wifi পরিষেবা মিলছে। এমনকি বাসে, রেস্তরাঁতেও মিলছে এই wifi। চাইলেই হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে বসে Wifi পরিষেবার সাহায্যে আপনি নেট সার্ফিং করতে পারেন। এর জন্য কিন্তু আপনার নিজস্ব ডাটা খরচ হবে না। এটাই হল পাবলিক Wifi।

তবে পাবলিক Wi-fi পরিষেবা ব্যবহার করে নেটের সুবিধা যারা উপভোগ করেন, সুরক্ষার স্বার্থে তাঁদের এই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত সবসময়।

১) লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইছে না এ রকম Wifi নেটওয়ার্ককে কখনও বিশ্বাস করা উচিত নয়। কারণ হ্যাকাররা এ ধরনের ফ্রি নেটওয়ার্ক তৈরি করে আপনার ডাটা চুরি করে নিবে।

২) আপনি যখন নেট ইউজ করছেন না, তখন Wifi পরিষেবা কখনই অন রাখবেন না।

৩) পাবলিক Wifi ব্যবহার করে কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন না বা ইন্টারনেট ব্যাঙ্কিং করবেন না।

৪) সুরক্ষিত ব্রাউজার ব্যবহার করুন।

৫) সবসময় আপনার ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে আপডেটেড অ্যান্টিভাইরাস রাখুন। এটা আপনার জন্য খুবই ভাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন